শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ-২/২০২৪-২৫ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষী, শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানে মাঝে রোপা আমন ধানের বীজ, মরিচের বীজ, রাসায়নিক সার ও ফলদ গাছের চারা বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৬ জুন/১২ আষাঢ়) শাল্লা উপজেলা কৃষি অফিসার মো. শওকত জামিলের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনায় এই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস।
এসময় তিনি সরকারের নীতিমালা মেনে বীজ, সার ও চারা রোপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরিফ উল্লাহ খান, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, প্রথম যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আওয়াল, সাউদেরশ্রী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন চৌধুরী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভোতোষ চৌধুরী, উপ সহকারী কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, জবা রাণী দাস, বিধূর চন্দ্র দাস, সন্দীপন সরকার ও কল্যাণ ব্রত সরকার।