দিরাইয়ে বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান

No Image Available
  • আপডেট টাইম : June 12 2025, 15:06
  • 44 বার পঠিত
দিরাইয়ে বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় ঐক্যের আহ্বান

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদুল আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন/২৯ জ্যৈষ্ঠ) দুপুরে থানা রোডে দলীয় কার্যালয়ে এই পুনর্মিলনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমীর হোসেনের সভাপতিত্বে ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান চৌধুরী মিশুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, হুমায়ুন কবির তালুকদার, আব্দুল করিম চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইয়ুম, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল হক তালুকদার, আব্দুল ওয়াদুদ চৌধুরী, পংকজ দাস, আবু সাইদ চৌধুরী, কামরুল ইসলাম, সুমন মিয়া, জাকির হোসেন, তকবুল হোসেন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর