জকিগঞ্জ গ্যাস কূপের কার্যক্রম হস্তান্তর বন্ধ ও গ্যাস সংযোগ দাবিতে মানববন্ধন

No Image Available
  • আপডেট টাইম : June 12 2025, 15:46
  • 48 বার পঠিত
জকিগঞ্জ গ্যাস কূপের কার্যক্রম হস্তান্তর বন্ধ ও গ্যাস সংযোগ দাবিতে মানববন্ধন

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ গ্যাস কূপ-১ এর কার্যক্রম হস্তান্তর বন্ধকরণ ও জকিগঞ্জে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন/২৯ জ্যৈষ্ঠ) বিকেলেেউপজেলা সদরের এম. এ. হক চত্বরে জকিগঞ্জ খনিজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ আন্দোলন এ কর্মসূচির আয়োজন করে।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট মশিউর রহমান চৌধুরী সুজনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তারা বলেন, জকিগঞ্জবাসী বারবার তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হন। জেলা শহর থেকে শতকিলোমিটার দূরেরিএ উপজেলাবাসীকে সব সময় তাদের অধিকার থেকে দূরে রাখা হয়।
তারা বলেন, জকিগঞ্জ গ্যাস কূপ-১ এর প্রশাসনিক কার্যক্রম অন্য উপজেলার গ্যাস কূপের অনুকূলে হস্তান্তর চেষ্টা অবিলম্বে বন্ধ করতে এবং জকিগঞ্জ উপজেলায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ প্রদানের পর জাতীয় গ্রেডে সংযোগ দিতে হবে।
বক্তারা জকিগঞ্জ গ্যাস কূপের সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হওয়া উচিত উল্লেখ করে বলেন, অন্যথায় এই কূপ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর অবদান রাখতে পারবে না।
মানববন্ধেনে বক্তব্য রাখেন, জকিগঞ্জ জনদাবি আদায় পরিষদের সভাপতি, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান, সিলেট জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, জেলা খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি মাওলানা মুখলিছুর রহমান, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা হাসান আহমদ, জকিগঞ্জ পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রহমত আলী হেলালী, ইসলামী আন্দোলনের জকিগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, জকিগঞ্জ পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন লস্কর, যুব মজলিস সিলেটের সহ সভাপতি মো. খায়রুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি আবিদুর রহমান, জকিগঞ্জ সোনার বাংলা সমিতির এমডি মো. জাফরুল ইসলাম, সাব’আ সানাবিল স্কুলের পরিচালক ফজলুর রহমান শামীম, নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি মাজহারুল ইসলাম জয়নাল, দৈনিক ইনকিলাব প্রতিনিধি জুবায়ের আহমদ, লেখক ও চিকিৎসক হাবিবুল্লাহ মিছবাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুবায়ের আহমদ, ছাত্রশিবির জকিগঞ্জ উপজেলা (উত্তর) শাখার সভাপতি নাজির আহমদ আফজাল, ব্যবসায়ী কামরুল ইসলাম বুলবুল, মঈন উদ্দিন মনই ও প্রবাসী কয়েছ আহমদ।

এই ক্যাটাগরীর আরো খবর