নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪৭৯ বোতল বিদেশী মদ সহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল মঙ্গলবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জাফলং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জাফলং চা বাগানের সামনে জাফলং-গোয়াইনঘাট সড়কে অভিযান পরিচালনা করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪ ব্যক্তি একটি মোটরসাইকেল ও ৩টি প্লাস্টিকের বস্তা রেখে পালানোর চেষ্টা করলে তাদেরকে ধরে ফেলা হয়।
এরপর তাদেরকে জিজ্ঞাসাবাদ করে র্যাব তাদের হেফাজতে থাকা ৩টি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে এই বিদেশী মদ উদ্ধার করে।
এ ঘটনায় ধৃত ৩ ব্যক্তি গোয়াইনঘাট উপজেলার মো. আনোয়ার হোসেন (৩৫, পিতা মো. কালন মিয়া, দক্ষিণ প্রতাপপুর প্রকাশ হাজীপুর), মো. শামছুল ইসলাম (৩৫, পিতা মৃত মঈনউদ্দিন মিয়া, জাফলং বস্তি), মো. জাকির হোসেন (২১, পিতা মো. নূরুল হক, মনাইকান্দি) ও মো. আজাদ মিয়াকে (১৬, পিতা মো. ইদ্রিস আলী, দক্ষিণ প্রতাপ পুর) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ তাদেরকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।