সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ সাড়ে ১৭ ঘণ্টায়

No Image Available
  • আপডেট টাইম : June 07 2025, 17:54
  • 21 বার পঠিত
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ সাড়ে ১৭ ঘণ্টায়

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের ধারাবাহিকতা বজায় রেখেছে।
পবিত্র ঈদুল আযহার দিন সাড়ে ১৭ ঘণ্টায় মহানগরীর শতভাগ বর্জ্য অপসারণ সহ এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়।
সিসিকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেড় হাজার পরিচ্ছন্নতা কর্মী শুক্রবার (৬ জুন) রাত ২টা থেকে শনিবার (৭ জুন/২৪ জ্যৈষ্ঠ) সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যেই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শতভাগ সম্পন্ন করেন। এই কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে প্রায় ৬০০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কাজে ১২০টি ট্রাক সহ ভ্যান ও বিভিন্ন ধরনের ‘ইক্যুইপমেন্ট ’ব্যবহার করা হয়। এই কার্যক্রম সম্পন্ন করতে ব্লিচিং পাউডার সহ বিভিন্ন সামগ্রীও ব্যবহার করা হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পবিত্র ঈদুল আযহার কয়েকদিন আগে থেকেই প্রতিটি ওয়ার্ডে মাইকিং, লিফলেট বিতরণ, টিভি স্ক্রল ও মসজিদে প্রচার করা হয়। নগরবাসীর সক্রিয় সহযোগিতা, সিসিকের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দিকনির্দেশনায় নির্ধারিত সময়ের আগেই সিলেট সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়।
আগামীকাল (৮ জুন) এবং পরশুও অনেকে পশু কোরবানি দিতে পারেন। এ ব্যাপারেও সিলেট সিটি কর্পোরেশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর