নিজস্ব প্রতিবেদক : ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা শনিবার (৭ জুন/২৪ জ্যৈষ্ঠ)। ইতোমধ্যে ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
তবে এখনও কোরবানির পশুর হাটে প্রচণ্ড ভিড়। ক্রেতা-বিক্রেতার দর কষাকষি চলছে। চলবে ভোর পর্যন্ত। বরাবরের মতো এবারও গরু-ছাগলের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
প্রস্তুত প্রতিটি ঈদগা। তবে বৃষ্টি থাকলে জামাত অনুষ্ঠিত হবে বিভিন্ন মসজিদে। তাই মসজিদগুলোও প্রস্তুত করা হয়েছে।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগায়। এছাড়াও হজরত শাহজালাল (র) দরগা, হজরত শাহপরান (র) দরগা, শাহ মদনী ঈদগা, কানশাইল ঈদগা, বরইকান্দি ঈদগা, সরকারি আলিয়া মাদরাসা ময়দান, কালেক্টরেট জামে মসজিদ, কুদরত উল্লাহ জামে মসজিদ ও নবাবী মসজিদ সহ বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
ঈদের প্রতিটি জামাত যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
ঈদের জামাত শেষে পশু কোরবানি দেওয়া হবে। এই কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে সিলেট সিটি করপোরেশন প্রস্তুতি সম্পন্ন করেছে।