নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪ হাজার ২০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে/১৫ জ্যৈষ্ঠ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহলে কুশিয়ারা নদীর ডাইকের উপর পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় ‘মাদক ব্যবসায়ী’ রুবেল আহাম্মদকে (৩১, পিতা মৃত ঈসাহিদ আলী, উত্তর লোহারমহল, জকিগঞ্জ, সিলেট) আটক করা হয়।
পরে তার হেফাজত থেকে পুলিশ এই ৪ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা {নং ২২, তারিখ ২৯/০৫/২০২৫ ইংরেজি, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ)} রুজু করা হয়েছে।