ইতিহাস গড়া নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা : ডা. শফিকুর রহমান

No Image Available
  • আপডেট টাইম : May 26 2025, 11:39
  • 20 বার পঠিত
ইতিহাস গড়া নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা : ডা. শফিকুর রহমান

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রধান উপদেষ্টা ইতিহাস গড়া একটি নির্বাচনের আশ্বাস দিয়েছেন, যে নির্বাচনে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসিমুখে ভোটকেন্দ্র থেকে বের হবে। ভোটকেন্দ্রে গিয়ে কেউ দেখবে না যে, তার ভোট আরেকজন দিয়ে গেছে কিংবা ভোটকেন্দ্র মাস্তানদের দখলে রয়েছে।
রবিবার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় দখিনা দাওয়া কমিউনিটি সেন্টারে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা তার দেওয়া সময়ের মধ্যেই সংসদ নির্বাচন করতে সক্ষম হবেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানবিক করিডোর বিষয়ে আমাদের অবস্থান সরকারকে জানানো হয়েছে। দেশের স্বার্থ বিরোধী কোন কিছুতেই আমাদের অবস্থান হ্যাঁ হবেনা। এসব বিষয়ে নির্বাচিত সরকার পার্লামেন্টে সিদ্ধান্ত নেবে।’
ডা. শফিকুর রহমান বলেন, এই দেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্যান্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।
তিনি বলেণ, ‘আমরা যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে তাদের নিয়ে সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করবো। চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের আছে। আমরা ধর্মের ভিত্তিতে কাউকে বিবেচনা করি না।’
কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী এম. সায়েদ আলী, সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামীর আলী, উপজেলা সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান সহ চা-শ্রমিক নেতৃবৃন্দ।
ডা. শফিকুর রহমান এর আগে সকালে ব্রাহ্মণবাজার এমএনএইচ কমিউনিটি সেন্টারে মহিলা সমাবেশে অংশ নেন।
এছাড়াও ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সম্মেলন ও মতবিনিময় সভা সহ দিনব্যাপী দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

এই ক্যাটাগরীর আরো খবর