হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক সেমিনার

No Image Available
  • আপডেট টাইম : May 24 2025, 12:57
  • 25 বার পঠিত
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক সেমিনার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘কৃষি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য’ বিষয়ক প্রথম বার্ষিক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের আয়োজনে শনিবার (২৪ মে/১০ জ্যৈষ্ঠ) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত এই সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। হর্টিকালচার বিভাগের প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ।
প্রধান অতিথি ড. মাছুমা হাবিব বলেন, ‘আমাদের দেশের কৃষি, প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৈজ্ঞানিক গবেষণা, যথাযথ নীতিমালা ও স্থানীয় সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা অপরিহার্য। ইউজিসি গবেষণা, উদ্ভাবন ও ফলভিত্তিক শিক্ষার বিকাশে সবসময় প্রতিশ্রুতিবদ্ধ’।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম বৈজ্ঞানিক সেমিনার আয়োজন একটি মাইলফলক, যা আমাদের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য গবেষণায় টেকসই উন্নয়ন ও জ্ঞান বিকাশের নতুন দিগন্ত উন্মোচন করবে।’
অনুষ্ঠানে ‘খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন প্রশমন ও হবিগঞ্জ জেলায় জীববৈচিত্র্য সংরক্ষণ : একটি দশ বছরের রোডম্যাপ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, নটরডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবেদ চৌধুরী।
সেমিনারে দু’টি বৈজ্ঞানিক অধিবেশন ও একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রথম অধিবেশনে হকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আবুবকর সিদ্দিকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মৌলভীবাজার আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। এই অধিবেশনে ৭ টি গবেষণার ফলাফল উপস্থাপিত হয়।
দ্বিতীয় অধিবেশনে হকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলামের সঞ্চালনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফারুক মিয়া সভাপতিত্ব করেন। এই অধিবেশনে ৫টি গবেষণার ফলাফল উপস্থাপিত হয়।
‘কৃষিতে বিভিন্ন বিষয়ের সমন্বিত সহযোগিতা’ শীর্ষক প্যানেল আলোচনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো শওকত আলী। সঞ্চালনা করেন, হকৃবির হাওর ও পাহাড়ি কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ড. জান্নাত সোপান। প্যানেল আলোচনায় অংশ নেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হিরেন্দ্র নাথ বর্মণ ও হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে কৃষি যান্ত্রিকীকরণ বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মাসুমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব ও প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। ধন্যবাদ জ্ঞাপন করেন, রিসার্চ সিস্টেমের পরিচালক ড. অরুণ চন্দ্র বর্মণ।
বৈজ্ঞানিক অধিবেশনে হকৃবির প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন ‘হবিগঞ্জের গুঙ্গিয়াজুরি হাওরের বিগত দুই দশকে ভূমি ব্যবহারের ও ভূমি আবরণের স্থানকালীন বিশ্লেষণ’, প্রভাষক মো. শাকির আহম্মেদ ‘ময়মনসিংহের ডাম্পিং এলাকায় ধান ও মাটিতে ভারী ধাতু দূষণ ও স্বাস্থ্যঝুঁকির মূল্যায়ন’, সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ‘রিয়েল টাইম মাটি ও আবহাওয়া তথ্য ব্যবহার করে ফসলের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফ্রেমওয়ার্কের বিবরণ’, প্রভাষক ফারজানা খানম চাঁদনী ‘কই মাছে বিকল্প উচ্চ প্রোটিন খাদ্যে প্রোবায়োটিকের প্রভাব’, প্রভাষক ডা সালাউদ্দীন ইউছুপ ‘খরগোশে দীর্ঘমেয়াদি উদ্ভিজ্জ ভোজ্য তেল গ্রহণের প্রভাব’, সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খোলপেটুয়া নদী ব্যবস্থায় মৌসুমভিত্তিক প্ল্যাঙ্কটনের প্রাচুর্যের পরিবর্তন’, প্রভাষক মো আবু তালহা ‘কক্সবাজার উপকূল থেকে সংগৃহীত Gracilaria tenuistipitata থেকে খাদ্যমানের আগার উৎপাদন, তার গুণগত বৈশিষ্ট্য ও অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা’, প্রভাষক ডা শারমিন সুলতানা রয়েল ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার পোষা পাখিতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী Staphylococcus Aureus পৃথকীকরণ ও আণবিক শনাক্তকরণ’, প্রভাষক মোহসিনা মোস্তারী লিজা ’ভুট্টার উৎপাদন ও বৃদ্ধিতে সেচ ব্যবধান ও মালচিং উপকরণের প্রভাব’, প্রভাষক ডা. জাকিয়া সুলতানা কলি ‘হবিগঞ্জ জেলার হাওর অঞ্চলের ব্ল্যাক বেঙ্গল ছাগলে Berseem ঘাসের পুষ্টিমান ও দুধ উৎপাদনের উপর এর প্রভাব বিশ্লেষণ’ ও প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী অনিক ‘কোল্ড-স্টোরেজে সংরক্ষিত আলুতে জিবারেলিন ও (S)-কার্ভোনের মাধ্যমে চিনির বিপাকীয় পরিবর্তন : ঠাণ্ডাজনিত মিষ্টতা রোধের দৃষ্টিকোণ’ নিয়ে গবেষণাপত্র উপস্থাপন করেন। এছাড়াও সহকারী অধ্যাপক মো. আইনুদ্দিন হক ‘চলন বিল জলাভূমিতে ম্যাক্রোবেন্থোসের ট্যাক্সোনমিক বৈচিত্র্য ও ফাংশনাল ফিডিং গ্রুপ নির্ধারণে পরিবেশগত উপাদানসমূহের ভূমিকা’ এবং প্রভাষক ড. জাকারিয়া চৌধুরী ‘কোল্ড-স্টোরেজে সংরক্ষিত আলুতে জিবারেলিন ও (S)-কার্ভোনের মাধ্যমে চিনির বিপাকীয় পরিবর্তন: ঠাণ্ডাজনিত মিষ্টতা রোধের দৃষ্টিকোণ’ নিয়ে আলোচনা করেন।
নানা বিষয়ে পরিবেশ, কৃষি, প্রাণিসম্পদ ও প্রযুক্তি সংশ্লিষ্ট এই গবেষণাগুলো দেশের টেকসই উন্নয়নে নতুন দিকনির্দেশনা প্রদান করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর