শাল্লার মাটি খুবই উর্বর || কৃষকরা যা চাষ করেন তাই মাঠভরা ফলন হয়

No Image Available
  • আপডেট টাইম : May 24 2025, 12:13
  • 150 বার পঠিত
শাল্লার মাটি খুবই উর্বর || কৃষকরা যা চাষ করেন তাই মাঠভরা ফলন হয়

শাল্লা প্রতিনিধি : আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের শাল্লা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ শুরু হয়েছে।
শনিবার ২৪ মে/১০ জ্যৈষ্ঠ) সকাল ১১টায় উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শওকত জামিল স্বাগত বক্তব্যে জানান, মেধা ও চেষ্টায় কৃষির উন্নয়নে কৃষি কর্মকর্তারা কঠোর পরিশ্রম করে কৃষি উৎপাদনে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন। কৃষি বিভাগও কৃষি ও কৃষকের উন্নয়নে ব্যাপক সহায়তা দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, শাল্লার মাটি খুবই উর্বর। এখানে কৃষকরা যা চাষ করেন তাই মাঠভরা ফলন হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ‘এলাকা ভিত্তিক আমরা ১২টি প্রযুক্তি দেখিয়েছি। এগুলো কৃষকরা ব্যবহার করলে তাদের আয় বহুগুণ বৃদ্ধি পাবে। প্রযুক্তিগুলোর মধ্যে জলাবদ্ধ জমিতে বস্তা পদ্ধতিতে সবজি চাষ, ভাসমান বেডে সবজি চাষ, অতিঘন পদ্ধতিতে ফলবাগান, মাটির স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন কৌশল ও বিনাচাষে রসুন চাষ জনগণের মধ্যে ব্যপক সাড়া ফেলেছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি (চ. দা.) মো. আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূরুন্নবী সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও সিনিয়র যুগ্মআহ্বায়ক আব্দুল আওয়াল সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এই ক্যাটাগরীর আরো খবর