সিলেটের মুজিব হত্যামামলার ৬ আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : May 14 2025, 15:37
  • 29 বার পঠিত
সিলেটের মুজিব হত্যামামলার ৬ আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের মুজিবুর রহমান হত্যামামলার ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র‌্যাব-৯ জানায়, গত ১৬ এপ্রিল দুপুর ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার লুসাইন এলাকায় বাল্যবিয়ে নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় মুজিবুর রহমানের স্ত্রী বাদি হয়ে বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৪ মে/৩১ বৈশাখ) আনুমানিক বিকেল সোয়া ৫টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় বিমানবন্দর থানার এফআইআর (নম্বর ১৬/৭৪ তারিখ ১৯/০৪/২৫খ্রি, ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬/১১৪ পেনাল কোড ১৮৬০) মূলে এজাহারভুক্ত আসামি লুসাইন এলাকার বদরুল মিয়া (২৮, পিতা মৃত মখলিছ আলী), আফরেতা বিবি (৬৫, স্বামী মৃত মনু মিয়া), রোকসানা বেগম (৩৬, স্বামী মৃত ছয়ফুল মিয়া), শেলী বেগম (২৮, স্বামী মুহিবুর রহমান), আয়শা বেগম (৩২, স্বামী আজির উদ্দিন) এবং টিলাপাড়া এলাকার বেগম বিবিকে (৪২, স্বামী আমিন মিয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদেরকে এসএমপির বিমানবন্দর হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর