মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা || কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

No Image Available
  • আপডেট টাইম : May 14 2025, 16:28
  • 2 বার পঠিত
মৌলভীবাজারে আইনজীবী সুজন হত্যা || কিশোর অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়া হত্যামামলায় জড়িত কিশোর অপরাধীকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে।
এক তথ্য বিবরণীতে র‌্যাব-৯ জানায়, গত ৬ এপ্রিল রাত পৌণে ১১টার দিকে অজ্ঞাতনামা কয়েক কিশোর মৌলভীবাজার পৌর ভবনের পশ্চিম পাশে তামান্না ফুচকা ও চটপটির দোকানের পাশে চেয়ারে বসে থাকা অবস্থায় মৌলভীবাজার জেলা জজ কোর্টের আইনজীবী সুজন মিয়ার চেয়ারে লাথি মারে। তখন সুজন মিয়া ও তার বন্ধুগণ কোনো কিছু বুঝে উঠার আগেই সেই কিশোররা ধারালো চাকু দিয়ে সুজন মিয়াকে উপর্যুপরি আঘাত করে উপস্থিত লোকজনের বাধায় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরবর্তী সময়ে সুজন মিয়াকে গুরুতর অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সুজন মিয়ার ভাই বাদি হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় একটি হত্যামামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে কিশোর অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (১৩ মে) বিকেল পৌণে ৫টার দিকে চট্টগ্রাম মহানগরীর জামালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মৌলভীবাজার সদর মডেল থানার মামলা (নম্বর ১৫, তারিখ-০৮/০৪/২০২৫ খ্রি, ধারা ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) মূলে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার প্রধান কিশোর অপরাধী মো. সালমান মিয়াকে (১৭, পিতা আলী হোসেন, উত্তর মুলাইম, সদর, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত অপরাধীকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর