ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিট‍্যান্স বন্ধের হুমকি প্রবাসীদের

No Image Available
  • আপডেট টাইম : May 14 2025, 03:00
  • 26 বার পঠিত
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিট‍্যান্স বন্ধের হুমকি প্রবাসীদের

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করে বিদেশী ফ্লাইট চালু না করলে রেমিট‍্যান্স বন্ধ করে দিবেন বলে যুক্তরাজ্য প্রবাসীরা হুমকি দিয়েছেন।
গত ১২ মে বার্মিংহামের আস্টন রোডে বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত এক সভায় দাবি পূরণ না হলে বাংলাদেশ বিমান বয়কট করা হবে বলেও ঘোষণা দেওয়া হয় ।
বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সভাপতিত্বে ও ফয়জুর রহমান চৌধুরী এমবিইর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংকশনাল ওসমানী ইন্টারন‍্যাশনাল এয়ারপোর্টের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের যুগ্মআহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব, অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন ও লুটন শাখার সেক্রেটারি সাংবাদিক মো. আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব‍্য রাখেন, প্রবীণ কমিউনিটি নেতা এম. এ. লতিফ জেপি, আজাদ চৌধুরী এমবিই, আব্দুল মালিক পারভেজ, কামরুল হাসান চুনু, সৈয়দ জামশেদ আলী, মাফিজ খান, আব্দুর রশীদ, আব্দুল কাদির আবুল, ফিরোজ খান, কাজী আঙ্গুর মিয়া, ইনামুর রহমান, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মুফতি তাজুল ইসলাম, মোস্তফা মিয়া ও কামরুজ্জামান। এছাড়াও কমিউনিটি নেতা তোফাজ্জল হোসেন চৌধুরী, কমরেড মসুদ আহমদ ও সুজাতুর রেজা সহ অন্যরা উপস্থিত ছিলেন ।
সভায় বক্তারা বলেন, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতি সপ্তাহে ৫টি বিদেশী বিমান সংস্থার ফ্লাইট পরিচালনা করা হলেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান ছাড়া অন্য কোনো দেশের ফ্লাইট দেওয়া হচ্ছেনা।
ব্রিটেনের বার্মিংহাম এলাকায় আড়াই লাখ ব্রিটিশ বাংলাদেশী বসবাস করলেও সেখান থেকে বাংলাদেশ বিমান কোনো ফ্লাইট দিচ্ছেনা। যাত্রীদের নিকট থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ কেটে চুরি ও যাত্রী হয়রানি বৃদ্ধি পেয়েছে। প্রতিটি সরকার সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরণ করছে; কিন্তু আর কোনো বৈষম্য সহ্য করা হবেনা।
সভায় ফয়জুর রহমান চৌধুরী এমবিইকে আহ্বায়ক, আব্দুল মালিক পারভেজকে সদস‍্য সচিব ও আব্দুল কাদির আবুলকে অর্থ সচিব করে ৪৭ সদস‍্য বিশিষ্ট ক‍্যাম্পেইন কমিটি বার্মিংহাম শাখা গঠন করা হয় ।
এদিকে ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবিতে মঙ্গলবার (১৩ মে/৩০ বৈশাখ) দুপুরে কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক সভা ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাংকশনাল ওসমানী ইন্টারন‍্যাশনাল এয়ারপোর্টের যুগ্ম আহ্বায়ক কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ওয়েলস রিজিওনাল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ. বি. রুনেল, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন, বদরুল হক মনসুর ও সাজেল আহমেদ।
সভায় বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন, দাবি বাস্তবায়নে টালবাহানা করতে থাকলে আগামীতে রেমিট্যান্স বন্ধ ও বাংলাদেশ বিমান বয়কটের ডাক দেওয়া হবে।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর