জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় জরুরি জীবিকায়ন সহায়তা কার্যক্রমের আওতায় কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ-সিএনআরএসের বাস্তবায়নে এবং বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় ও ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে মঙ্গলবার (১৩ মে/৩০ বৈশাখ) পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যা আক্রান্ত পরিবারকে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে ও দক্ষতা উন্নয়ন করে জীবিকায়ন সক্রিয়করণে সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ২৭ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লাখ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়।
এসময় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ ও গবাদি পশু পালন প্রদর্শন এবং প্রকল্পের সফল ১২ জন উপকারভোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএসের প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আল শাহরিয়ার, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান, সিএনআরএসের ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএসের ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মো ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস, উপকারভোগী লিপি রানী বিশ্বাস ও হাজেরা বেগম।