কোম্পানীগঞ্জে সাড়ে ১১ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : May 13 2025, 11:04
  • 5 বার পঠিত
কোম্পানীগঞ্জে সাড়ে ১১ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে প্রায় সাড়ে ১১ হাজার ইয়াবা ও ২ কেজি গাঁজা সহ ২ জন গ্রেফতার হয়েছে।
সোমবার (১২ মে) রাত সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার পাড়ুয়া লামাপাড়া গ্রামে রহমত আলী নামের এক ব্যক্তির বসতঘর হতে ১১ হাজার ৬০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৮ রিল ইয়াবা সেবনের ফয়েল পেপার ও মাদক বিক্রির নগদ ৯ হাজার ২০০ উদ্ধার করে।
এসময় রহমত আলী (৫০, পিতা মৃত আরজ আলী, পাড়ুয়া লামাপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) ও ইসাক আলী (৪৫ পিতা মৃত সৈয়দ আলী, শিলাকুড়ি, বর্তমান ঠিকানা : পাড়ুয়া লামাপাড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার মামলা {নম্বর ১৩, তারিখ ১৩/০৫/২০২৫, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সায়নী ১০(গ)/ ১৯(ক)/৪১} রুজু করা হযয়েছে।–তথ্য বিবরণী

এই ক্যাটাগরীর আরো খবর