কৃষি ব্যবসায়ে আগ্রহী উদ্যোক্তাদের সরকারি অর্থায়নে ১২ দিনব্যাপি প্রশিক্ষণ সুযোগ

No Image Available
  • আপডেট টাইম : May 13 2025, 12:03
  • 2 বার পঠিত
কৃষি ব্যবসায়ে আগ্রহী উদ্যোক্তাদের সরকারি অর্থায়নে ১২ দিনব্যাপি প্রশিক্ষণ সুযোগ

কৃষি মন্ত্রণালয়ের আওতায় কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নাধীন প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার ডিএএম অংগ) প্রোগ্রামের আওতায় ৮ হাজার তরুণ ও ১২ হাজার নারী উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে কমপক্ষে ৩০টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকারী ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে দেশের ৬৪টি জেলার নির্বাচিত ২০৮টি উপজেলার কৃষি ব্যবসায় আগ্রহী সম্ভাব্য উদ্যোক্তাদের সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ১২ দিনব্যাপী অন-দ্যা-জব (হাতে-কলমে) প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে।
এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার উদ্যোক্তা উন্নয়নে (নারী ৬০% ও তরুণ ৪০%) প্রশিক্ষণ দেওয়া হবে।
উদ্যোক্তা বাছাই গাইডলাইন ২০২৪ অনুসরণপূর্বক সিলেট জেলা কৃষি বিপণন কার্যালয়ে খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য বহির্ভূত পণ্য প্রক্রিয়াকরণ (পাটজাত পণ্য প্রক্রিয়াকরণ, দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ, মসলা জাতীয় পণ্য প্রক্রিয়াকরণ ও কৃষি উপকরণ (নার্সারি, ভার্মি কম্পোস্ট, মাশরুম, সার, বীজ, কীটনাশক), কৃষি যন্ত্রপাতি মেকানিক্স এবং কৃষি ব্যবসায়ে আগ্রহী তরুণ ও নারী উদ্যোক্তাদের আবেদন গ্রহণ-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।
এতে আগ্রহী উদ্যোক্তাগণকে অবশ্যই কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে এবং বয়সসীমা যুবকদের ক্ষেত্রে ১৮ থেকে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ১৮ থেকে ৫০ বছর হতে হবে।
অন-দ্যা-জব (হাতে-কলমে) প্রশিক্ষণে সিলেট জেলার আগ্রহী সম্ভাব্য তরুণ ও নারী উদ্যোক্তাগণ সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, কৃষি বিপণন ভবন, পশ্চিম শেখঘাট, সিলেট থেকে বিনামূল্যে আবেদনপত্র সংগ্রহ করে আবেদন করতে পারবেন।
আবেদন ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য কোনো আবেদন ফি প্রদান করতে হবে না।–পিআইডি সিলেট

এই ক্যাটাগরীর আরো খবর