র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ১টি বিদেশী রিভলবার ও ২ রাউন্ড গুলি সহ একজনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল শনিবার (১০ মে) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়া এলাকায় অভিযান পরিচালনা করে এই অস্ত্র ও গুলি সহ মো ইমান উদ্দিন (৫৫, পিতা মৃত হাবিবুর রহমান, দক্ষিণ তারুয়া, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া) নামের একজনকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে জব্দকৃত আলামত সহ আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী