দিরাই প্রতিনিধি : দিরাই থানা পুলিশের অভিযানে দিরাই পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা সোহেল চৌধুরী গ্রেফতার হয়েছেন।
শনিবার (১০ মে/২৭ বৈশাখ) দুপুর ১২টায় সোহেল চৌধুরীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি পৌরসভার সুজানগর গ্রামের মৃত আব্দুল মছব্বির চৌধুরীর ছেলে। দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। তবে
গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, সোহেল চৌধুরীকে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।