চীন সরকারের প্রস্তাবিত একটি হাসপাতাল মৌলভীবাজারে স্থাপনের দাবি প্রবাসীদের

No Image Available
  • আপডেট টাইম : May 10 2025, 15:22
  • 8 বার পঠিত
চীন সরকারের প্রস্তাবিত একটি হাসপাতাল মৌলভীবাজারে স্থাপনের দাবি প্রবাসীদের

সাজেল আহমেদ, লন্ডন, ইউকে : মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে চীন সরকারের প্রস্তাবিত একটি হাসপাতাল মৌলভীবাজারে স্থাপনের দাবি জানিয়েছে।
গত ৮ মে লন্ডনের এক অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সেমিনার ও ফান্ডরেইজিং ডিনার পার্টি থেকে এই দাবি জানানো হয়।
সংগঠনের সভাপতি কমিউনিটি লিডার আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং ডিরেক্টর এম. এ. মালিক ও ডিরেক্টর মোহাম্মদ সাহিদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, নিউহাম কাউন্সিলের মেয়র রহিমা রহমান, কেমডেন কাউন্সিলের মেয়র সমতা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন, ব্রিটিশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি সাইদুর রহমান রেনু, ডিরেক্টর শাহানুর খান, ইউকে বিসিএর সভাপতি ওলি খান, সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমদ, সাবেক মেয়র গোলাম জিলানী চৌধুরী জেবু, বিবিসিএর সভাপতি তফজ্জুল মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান বাবুল, কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, কাউন্সিলার রিতা বেগম, একাটুনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ আলম, সাবেক ছাত্রনেতা আহমেদ হাসান, ব্যবসায়ী তারাউল ইসলাম, আব্দুল মোছাব্বির, সৈয়দ সুরুক আলী, মামুন কবির চৌধুরী, এস. এ. রহমান মধু, রুহুল আমিন রুহেল ও মোস্তফা কামাল বাবলু।
পরে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের ডিরেক্টর ফয়জুর রহমান কয়সর, ডিরেক্টর গোলাম আবু সালেহ সোয়েব ও সুলতান আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন, মুফতি মাহমুদ আলী লংলী।

এই ক্যাটাগরীর আরো খবর