আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে ছাত্র-জনতার বিক্ষোভ

No Image Available
  • আপডেট টাইম : May 10 2025, 12:08
  • 3 বার পঠিত
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে মৌলভীবাজারে ছাত্র-জনতার বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ ঘোষণা ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনতার উদ্যোগে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে/২৭ বৈশাখ) মৌলভীবাজার শহরের চৌমোহনীতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী ছাত্র-জনতার এই বিক্ষোভ কর্মসূচি পালনকালে শহরের প্রধান সড়কে জরুরি পরিবহন ব্যতিত অন্যান্য যানবাহন আটকা পড়ে।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে তারা তার কোনো সময় দিতে চান না। আওয়ামী লীগ সরকারের অধীনে দেশে একের পর এক দমন-পীড়ন, গুম-খুন ও সহিংসতা হয়েছে, যা রাষ্ট্রীয় গণহত্যা। এসব অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দায়ীদের দ্রততম সময়ে বিচারের আওতায় আনতে হবে।
তারা ঘোষণা করেন, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।
একই দাবিতে শুক্রবার রাতেও ছাত্র-জনতা মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।

এই ক্যাটাগরীর আরো খবর