শাল্লায় জার্সি ও ফুটবল বিতরণ করলেন অ্যাডভোকেট শিশির মনির

No Image Available
  • আপডেট টাইম : May 09 2025, 15:15
  • 47 বার পঠিত
শাল্লায় জার্সি ও ফুটবল বিতরণ করলেন অ্যাডভোকেট শিশির মনির

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে শুক্রবার (৯ মে) উপজেলা গণমিলনায়তনে উপজেলার বিভিন্ন পর্যায়ের ফুটবল খোলোয়াড়দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ফুটবল খেলতে হলে দক্ষতা ও শারীরিক সক্ষমতা লাগে। একজন মাদকাসক্ত খেলোয়াড় কখনোই উচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় ভালো করতে পারে না। তাই ব্রাজিল ও আর্জেন্টিনার মতো দেশে খেলোয়াড় নির্বাচনের আগে মাদক পরীক্ষা করা হয়।
তিনি আশ্বাস দেন, শাল্লা উপজেলায় যারা ভালো খেলে ও যাদের দৌড়ের গতি বেশি—তাদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার জন্য তিনি চেষ্টা করবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ। পরিচালনায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়াবিদ কালিপদ রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাল্লা শাখার সাধারণ সম্পাদক আবুল খায়ের, গোবিন্দচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাশ মিল্টন, শাহীদ আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি সহ উপজেলার বিভিন্ন গ্রামের খেলোয়াড়বৃন্দ।
সভা শেষে হবিবপুর, বাহাড়া ও শাল্লা-এই ৩ ইউনিয়নের ৬০টি ফুটবল দলের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।
এরপর আটগাঁও ইউনিয়নে একটি অনুষ্ঠানের মাধ্যমে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর