নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে সংগঠনে স্বেচ্ছাচারিতা ও বিভাজনের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে/২৫ বৈশাখ) সিলেট জেলা প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগর আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক মোস্তাফিজুর রহমান, জেলা সংগঠক সুমাইয়া আক্তার ও মহানগর সংগঠক ফাহিমা মাহি।
তারা সংগঠনের অভ্যন্তরীণ অনিয়ম, একক সিদ্ধান্ত গ্রহণ ও রাজনৈতিক প্রভাব বিস্তারের তীব্র প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে সম্প্রতি সংগঠনের সিলেট জেলা সদস্য সচিব নূরুল ইসলাম কর্তৃক জেলা আহ্বায়ককে অব্যাহতি দেওয়া সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিকে
অবৈধ, ভিত্তিহীন ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী উল্লেখ করে বলা হয়, জেলা কমিটির ২৭২ জন সদস্যের মধ্যে ২৫৪ জন সদস্য এই সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন না। এমনকি কেন্দ্রীয় কমিটিকেও বিষয়টি জানানো হয়নি।
তারা অভিযোগ করেন, সদস্য সচিব নূরুল ইসলাম এককভাবে ও অসাংগঠনিকভাবে সালমান আহমদ খোরশেদকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও আয়েশা
সিদ্দিকা প্রিয়াকে ভারপ্রাপ্ত মুখপাত্র হিসেবে ঘোষণা করেছেন, যা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী। এসব কর্মকাণ্ডের কারণে সংগঠনের মধ্যে বিভাজন, বিশৃঙ্খলা শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
নেতৃবৃন্দ জানান, সংগঠনের পক্ষ থেকে এসব অবৈধ সিদ্ধান্ত বাতিল ঘোষণা করে নূরুল ইসলামকে সিলেট জেলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জেলা আহ্বায়ক আকতার হোসেন ও তার কমিটি সকলকে সঙ্গে নিয়ে সংগঠনের নিয়মতান্ত্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন, যা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করে না; কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, সংগঠনের কয়েকজন দায়িত্বশীল সদস্য রাজনৈতিক দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।
বক্তারা জানান, কেউ যদি রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে তাকে অবশ্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে অব্যাহতি নিতে হবে। অন্যথায় সংগঠন তার নিজস্ব নীতিমালার ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
আরও জানানো হয়, ‘জুলাই ২৪’ এর বিপ্লবী চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আখতার হোসেন, যুগ্মআহ্বায়ক পারভেজ, মহানগর আহ্বায়ক দেলোয়ার, মহানগর মুখপাত্র আলী রিয়াদ, মুস্তাফিজুর রহমান যুগ্মআহ্বায়ক লাহিন, সুলতান, মাহফুজ, রানা, জিয়া, সাদ্দাম, জারওয়ার, আশরাফুল, লাকায়েত, কামরান প্রমুখ।