ছাতকে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেলো স্কুলছাত্র

No Image Available
  • আপডেট টাইম : May 08 2025, 14:12
  • 7 বার পঠিত
ছাতকে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেলো স্কুলছাত্র

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলায় বাড়ির পাশে একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. মুজিবুর রহমান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামের নূরুল আমিনের ছেলে এবং খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৮ মে/২৫ বৈশাখ) সকালে বৃষ্টির সময় মাছ ধরতে গিয়েছিল মুজিবুর রহমান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
মুজিবর রহমানের চাচতো ভাই মো. মুহিবুর রহমান জানান, মুজিবুর রহমান ঘটনাস্থলেই মারা যায়।
ছাতক থানার ওসি মো. মোখলেছুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর