সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে নিহত ১ || অভিযুক্ত আটক

No Image Available
  • আপডেট টাইম : May 07 2025, 13:39
  • 11 বার পঠিত
সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর ছুরিকাঘাতে নিহত ১ || অভিযুক্ত আটক

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় মমিন মিয়া (৫০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছেন।
এ ঘটনায় হৃদয় বণিক (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এই কর্মীকে আটক করা হয়েছে।
মমিন মিয়া নতুনপাড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। হৃদয় বণিকও একই এলাকার। তার বাবার নাম রবি বণিক।
মঙ্গলবার (৬ মে/২৩ বৈশাখ) বিকেল ৪টার দিকে ছুরিকাঘাতেরেএ ঘটনা ঘটে। খবর পেয়ে গুরুতর আহত মমিন মিয়াকে তার স্বজনরা সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় মমিন মিয়া মারা যান।
পুলিশ জানায়, হৃদয় বণিক প্রায়ই ধারালো ছোরা নিয়ে এলাকায় ঘোরাফেরা করতো। ঘটনার সময় মমিন মিয়া তাকে এভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে বারণ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হৃদয় বণিক হাতের ছোরা দিয়ে মমিন মিয়াকে ৪টি কোপ মারে।
পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাতক হৃদয় বণিককে তার নতুনপাড়ার বাসা থেকে আটক করতে সক্ষম হয়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম হৃদয় বণিককে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর