জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে নির্দেশনা হাইকোর্টের

No Image Available
  • আপডেট টাইম : May 07 2025, 02:55
  • 8 বার পঠিত
জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব প্রদানে নির্দেশনা হাইকোর্টের

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলামকে দায়িত্ব বুঝিয়ে দিতে হাইকোর্ট নিদেশনা দিয়েছেন।
একই সাথে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বভার দেওয়াকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা সে মর্মে ১৫ দিনের সময় দিয়ে রুলও জারি করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক ফাতেমা নাজিব ও বিচারক সিকদার মজুমদার রাজীর বেঞ্চ গত ২৮ এপ্রিল এ আদেশ ও রুলনিশি জারি করেন।
মঙ্গলবার (৬ মে) উচ্চ আদালতের এই আদেশ কার্যকর করার জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। এতে তিনি উল্লেখ করেন, দুইটি ফৌজদারি মামলায় আত্মসমর্পণ করে জেল হাজতে গেলে তার অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিনকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়। জামিনে মুক্তি পেয়ে তার দায়িত্বভার প্রদানের জন্য ১৯ মার্চ উপজেলা নির্বাহী অফিসার ও ৬ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক বরাবর তিনি আবেদন করেন। এ দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে কোন কার্যক্রম গ্রহণ না করায় তিনি সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন (নং ৬৪৯৪) দায়ের করেন।
হাইকোর্ট বিভাগের বিচারপতিদ্বয় ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলামের আবেদন নিষ্পত্তির আদেশ এবং একই সাথে ৩ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নিদেশ দেন।
উল্লেখ্য, ৫ আগস্টের পর ২টি মামলায় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের নাম রয়েছে। একটির বাদি জাফর আহমদ ও অন্যটির বাদি মিলন আহমদ। এ দুটি মামলায় রফিকুল ইসলাম ছাড়াও ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী ও ইউপি চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া সহ বেশ কয়েকজন জনপ্রতিনিধি রয়েছেন। একই মামলার আসামি হয়ে অন্যান্য ইউপি চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও রফিকুল ইসলামকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়া হচ্ছে না।

এই ক্যাটাগরীর আরো খবর