সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের সিদ্ধান্তেই দেশে ফিরেছেন। এটি রাজকীয় প্রত্যাবর্তন নয়—গণমানুষের নেত্রী গণমানুষের কাছেই ফিরেছেন। তিনি দেশে ফেরায় নেতাকর্মীরা যে উচ্ছ্বসিত মানুষের বাধভাঙ্গা জোয়ারে তা-ই প্রমাণ করে।
চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে মঙ্গলবার (৬ মে) তাকে স্বাগত জানাতে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সমবেত সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য দিচ্ছিলেন।
কাইয়ুম চৌধুরী আরও বলেন, ‘‘খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তার মেঘ জমেছে, তার প্রজ্ঞা ও অভিজ্ঞতায় সেই মেঘ কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক।”
তিনি অভিযোগ করেন, “সাজানো মামলায় তাকে কারাবন্দি করা হয় এবং আওয়ামী সরকার পরিকল্পিতভাবে তাকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে; কিন্তু তিনি কোনো শর্তে বিদেশে চিকিৎসা নিতে রাজি হননি—নিজ অধিকার বিষয়ে ছিলেন অনঢ়।”
তিনি বলেন, ডা. জোবাইদা রহমানের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি জনমানুষের ভালোবাসা ও নতুন সম্ভাবনার প্রতীক।–সংবাদ বিজ্ঞপ্তি