বিএনপি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে কোনো সংগঠনকে স্বীকৃতি দেয়নি

No Image Available
  • আপডেট টাইম : May 06 2025, 03:01
  • 39 বার পঠিত
বিএনপি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে কোনো সংগঠনকে স্বীকৃতি দেয়নি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের বাইরে কোনো সংগঠনকে স্বীকৃতি দেয়নি। তাই ‘বিএনপি’ কিংবা ‘জাতীয়তাবাদী’ নাম ব্যবহার করে কোনো ভূঁইফোড়, অবৈধ বা স্বঘোষিত সংগঠন পরিচালিত কার্যক্রম ও কর্মসূচির সঙ্গে দলের কোনো নেতাকর্মীর সংশ্লিষ্টতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক যুক্ত বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেছেন, বিএনপির অনুমোদিত অঙ্গ সংগঠন হলো, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাসাস (জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা), কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দল আর অনুমোদিত সহযোগী সংগঠন হলো, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী শ্রমিক দল।
তারা আরও জানিয়েছেন, উল্লিখিত তালিকার বাইরে বিএনপির কোনো অনুমোদিত সংগঠন নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম বা ‘জাতীয়তাবাদী’ শব্দ ব্যবহার করে কেউ যদি নতুন সংগঠনের ব্যানারে কার্যক্রম পরিচালনা করে কিংবা নেতাকর্মীদের সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করে তাহলে তা সরাসরি দলের গঠনতন্ত্র, আদর্শ ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
নেতৃবৃন্দ হুশিয়ারি দিয়ে বলেছেন, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন মার্কেট, সড়কপথ ও জনসমাগমস্থলে বসে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি বেআইনিভাবে অবস্থান গ্রহণ করে জনদুর্ভোগ সৃষ্টি ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। এই ধরনের বেআইনি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ভবিষ্যতে কেউ যদি এ ধরনের অবৈধ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন বা অংশগ্রহণ করেন কিংবা জনদুর্ভোগ সৃষ্টির সঙ্গে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে—এ বিষয়ে দল বিন্দুমাত্র ছাড় দেবে না।
সকল নেতাকর্মীকে দলের গঠনতন্ত্র, শৃঙ্খলা ও অনুমোদিত কাঠামোর আওতায় থেকেই দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করা হলো বলে বিবৃতিতে উল্লখ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর