গ্রামীণ অর্থনীতি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি : কাইয়ুম

No Image Available
  • আপডেট টাইম : May 05 2025, 03:04
  • 27 বার পঠিত
গ্রামীণ অর্থনীতি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি : কাইয়ুম

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একমাত্র জনগণের সরকারই পারে দেশের গ্রামীণ অর্থনীতির ভিতকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে। কৃষক ও শ্রমিকরাই এই অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে-এ বিশ্বাস থেকেই বিএনপি গ্রামীণ অর্থনীতি নিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে।
রবিবার (৪ মে) সন্ধ্যায় দক্ষিণ সুরমার মোগলাবাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কাইয়ুম চৌধুরী বলেন, “আমাদের লক্ষ্য হলো, একটি সমৃদ্ধ কৃষিনির্ভর অর্থনীতি গড়ে তোলা, যাতে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব হয়। বিএনপির ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে টেকসই উন্নয়ন সাধিত হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ‘সবুজ বিপ্লব’ নতুনভাবে ফিরে আসবে।”
তিনি আরও বলেন, ক্ষমতার পরিবর্তন শুধু রাজনৈতিক দলের পরিবর্তন নয়-বরং সেটি হতে হবে জনগণের প্রত্যাশা ও সময়োপযোগী বাস্তবতার প্রতিফলন। একটি জবাবদিহিমূলক ও অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠাই এদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ।
জেলা বিএনপি সভাপতি বলেন, “আমরা যা বলেছি, তা করবো। ইনশাল্লাহ, যেকোনো মূল্যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবো। গ্রামীণ জনগোষ্ঠীকে সমাজ ও অর্থনীতির মূল স্রোতে সম্পৃক্ত করাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিন। পরিচালনা করেন জেলা যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন, মাহবুব আলম, নূরুল আমিন দুলু, আশরাফুল আলম বাহার, নুনু মিয়া, লিটন আহমদ, মোস্তফা আহমদ রাজু, সুমন আহমদ আনছার, জামাল আহমদ জুমন, রুহুল আমীন রুহেল, ছালেখ আহমেদ, ছইদ আলী, খছরু মিয়া, আতিকুর রহমান আতিক, আজমল আলী মাছুম, নজির আহমদ, নাছির উদ্দীন বাদশা, শামিম আহমদ, আলী আহমদ (১), আলী আহমদ (২), রুবেল আহমদ, রাব্বি মিয়া, রিয়াজ উদ্দিন, লয়লু মিয়া প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর