সিলেট ডিএসএর নতুন কমিটি দায়িত্ব নিয়েই বসাছে টি-টোয়েন্টি ক্রিকেট আসর

No Image Available
  • আপডেট টাইম : May 04 2025, 11:08
  • 23 বার পঠিত
সিলেট ডিএসএর নতুন কমিটি দায়িত্ব নিয়েই বসাছে টি-টোয়েন্টি ক্রিকেট আসর

ক্রীড়া প্রতিবেদক : আগামী মঙ্গলবার (৬ মে) থেকে সিলেট জেলা ক্রীড়া সংস্থা-ডিএসএ আয়োজিত ‘সিলেট ডিএসএ কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হচ্ছে।
রবিবার (৪ মে/২১ বৈশাখ) দুপুরে সিলেট জেলা স্টেডিয়ামের টিপু মজুমদার প্রেসবক্সে আহুত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসএর আহ্বায়ক কমিটির সদস্য (প্রথম) অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী।
তিনি জানান, গত ৯ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছে। দায়িত্ব পেয়েই এ কমিটি সিলেটবাসীকে একটি মনমাতানো খেলা উপহার দিতে সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী ‘সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করা হয়েছে। এতে ৬টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে, পদ্মা প্লাটুন, মেঘনা সুপার জায়েন্ট, যমুনা ওয়ারিয়র্স, কুশিয়ারা সুপার কিংস, সুরমা গ্ল্যাডিয়েটর ও বাসিয়া টাইটানস। জাতীয় ক্রিকেট দলে প্রতিনিধিত্বকারী সিলেটের ক্রিকেটার এবং জেলা ও বিভাগীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা সহ প্রথম ও দ্বিতীয় ক্রিকেট লীগের খেলোয়াড়রা বিভিন্ন দলে খেলবেন।
অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী আরও জানান, সিলেট ডিএসএ কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তিন ক্যাটাগরিতে ভাগ করে লটারির মাধ্যমে দল গঠন করা হয়েছে। যাতে প্রতিটি দল সমান শক্তিশালী হয়। একইভাবে লটারির মাধ্যমে কোচ, সহকারী কোচ ও ম্যানেজার মনোনীত করা হয়েছে। খেলা রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে প্রতিটি দল মুখোমুখি হবে প্রত্যেক দলের। প্রতিদিন দুটি ম্যাচের আয়োজন করা হবে। রাউন্ড রবিন লীগে পয়েন্টধারী শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। বৃষ্টির কারণে কোনো ম্যাচের আয়োজন করা সম্ভব না হলে প্রতিযোগী দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। বৃষ্টির মৌসুম বিবেচনায় ফাইনাল ম্যাচের ক্ষেত্রে থাকছে রিজার্ভ-ডে।
সংবাদ সম্মেলনে বলা হয়, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই মাত্র ৪-৫ দিনের প্রস্তুতিতে এই টুর্নামেন্টের আয়োজন করেছে ডিএসএ। সময় স্বল্পতা সত্ত্বেও আয়োজনটি খেলোয়াড়, দর্শক ও সিলেটবাসীর জন্য স্মরণীয় করে রাখার সর্বাত্মক চেষ্টা করা হবে।
এই টুর্নামেন্টের আয়োজন ছাড়াও সিলেটবাসীকে নিয়মিত বিভিন্ন খেলা উপহার দিতে এবং সিলেটের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাবে ডিএসএ- সংবাদ সম্মেলনে এমন প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন।

এই ক্যাটাগরীর আরো খবর