নিজস্ব প্রতিবেদক : সিলেটের বুরজান চা বাগানের ইজারা বাতিল করে সরকারিভাবে চালানো সহ ১১ দফা দাবিতে চা শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রবিবার (৪ মে/২১ বৈশাখ) মালনীছড়া এলাকায় ১২টা থেকে প্রায় ৩ ঘণ্টা চা শ্রমিকরা আম্বরখানা-বিমানবন্দর সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন।
চা শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, বকেয়া বেতন, বোনাস ও রেশন পরিশোধ, বসতবাড়ি নির্মাণ ও মেরামত, চিকিৎসা সেবা চালু ও ঔষধ প্রদান, চা বাগানে গাছ কাটা ও বিক্রি বন্ধ ইত্যাদি।
সড়ক অবরোধের খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালায়।
পরে চা শ্রমিকরা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন।
তাদের একটি প্রতিনিধি দল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে দাবিগুলো পেশ করে।