নবীগঞ্জ প্রতিনিধি : ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ প্রাপ্ত বিশ্বের প্রবীণতম মানুষ ১২৯ বছর বয়েসী স্বামী শিবানন্দ আর নেই।
শনিবার (৩ মে) রাত ৯টায় বেনারস বিএইচইউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্বামী শিবানন্দ বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সন্তান। তার জন্ম ১৮৯৬ সালের ৮ আগস্ট উপজেলার হরিতলা গ্রামে।
পিতা-মাতার মৃত্যু পর তিনি ১৯০১ সালে নবদ্বীপ চলে যান এবং পড়াশোনা শুরু করেন ।
শিবানন্দ কলকাতা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯২৫ সালে তিনি বিদেশ যাত্রা করেন। লাভ করেন পিএইচডি ডিগ্রি। এরপর টানা ৩৪ বছর তিনি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখেন।
১৯৫৯ সালে ভারতের নবদ্বীপে ফিরে তিনি গুরুর নির্দেশে সাধন জগতে ডুবে যান।
গত বছরের জুলাই মাসে স্বামী শিবানন্দ নিজের জন্মস্থানে আসেন।
তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নবীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ শ্রী শ্রী ঠাকুরানী আশ্রমের সেবায়েত ফালগুনী ভট্টাচার্য্য ও সৎসঙ্গ বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মৃন্ময় কান্তি দাশ বিজন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।