নবীগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ || থানায় জিডি || অভিযুক্তের দাবি ’আমি… জামাই’

No Image Available
  • আপডেট টাইম : May 04 2025, 09:57
  • 26 বার পঠিত
নবীগঞ্জে স্কুল ছাত্রী নিখোঁজ || থানায় জিডি || অভিযুক্তের দাবি ’আমি… জামাই’

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজ স্কুল ছাত্রী ৭ দিনেও উদ্ধার হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ করেছেন ছাত্রী মমো রানী দাশের মা শুলন রানী পুরকায়স্থ। আর নিখোঁজের সঙ্গে জড়িত হিসেবে নাম বলছেন সাংস্কৃতিক সংগঠন নবীগঞ্জ আনন্দ নিকেতনের নৃত্যের শিক্ষক দাবিদার নেপাল ঘোষ ও তার ভাগনে দুর্জয় রায় লাড্ডুর। মেয়ের নিখোঁজের ব্যাপারে তিনি নবীগঞ্জ থানায় একটি জিডিও (নং ১৫০৫, তারিখ ২৯/০৪/২০২৫ইং) করেছেন।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজস্ব আইডিতে দুর্জয় রায় ‘আমি মমোর জামাই’ লিখে কিছু ছবিও আপলোড করেছেন।
আর নেপাল ঘোষ জানিয়েছেন, মমো রানী দাশ তার ভাগনে দুর্জয় রায়ের সাথে রয়েছে। তবে এ ব্যাপারে তিনি জড়িত নন।
নবীগঞ্জ শহরের ওসমানী রোডের ভাড়াটিয়া বাসিন্দা নেপাল ঘোষের কাছেই থাকতো দুর্জয় রায়। গত ২৮ এপ্রিল সকালে রবীন্দ্র দাশের ৯ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মমো রানী দাশ (১৬) নিখোঁজ হয়। এরপর থেকে ছাত্রীর পরিবার তার নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছে।
এদিকে আনন্দ নিকেতনের সভাপতি জাহাঙ্গীর বখত চৌধুরী জানিয়েছেন, নেপাল ঘোষ তাদের প্রতিষ্ঠানের কেউ নন। তিনি মাঝে মধ্যে তাদের শিক্ষক প্রবীর শীলের সাথে আসতেন। নানা অভিযোগে তাকে নিষেধ করায় ২ মাস হলো আর আসেননি।

এই ক্যাটাগরীর আরো খবর