জালালাবাদ জার্নালিস্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল রেড টাইমস ডট কমের সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট কবি সৌমিত্র দেব টিটুর মৃত্যুতে ইউকে বিডি টিভি পরিবার গভীর শোক প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির ও কালচারাল ডিরেক্টর হেলেন ইসলাম সহ অন্যরা প্রয়াতের শোকাহত পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্ম নেয়া সৌমিত্র দেব টিটু দীর্ঘদিন ধরে এজমাজনিত শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ১৫ এপ্রিল সকাল সাড়ে ৯টায় হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে স্ত্রী পলা দেব কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রেখে গেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি