নিজস্ব প্রতিবেদক : সিলেট সদর উপজেলার সাহেবের বাজার এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে।
গত ৩০ এপ্রিল দিনগত রাতে লুসাইন গ্রামে প্রবাসী মো. মুহিবুর রহমানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
প্রবাসী মো. মুহিবুর রহমানের স্ত্রী সেলিনা বেগম জানান, সেদিন তারা কেউ ঘরে ছিলেন না। ডাকাতরা গেটের তালা ও দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের ৬ ভরি সোনা, ফ্রিজ, টিভি, ব্ল্যান্ডার মেশিন, দামি কাপড়-চোপড়, জায়গা জমির দলিলপত্র, অন্যান্য মালামাল, ধান ও নগদ দুই লাখ টাকা সহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। তার ধারণা, পারিবারিক শত্রুতার জের ধরে এই ডাকাতির ঘটনা ঘটে থাকতে পারে।
এ ঘটনায় বিমানন্দর থানার অফিসার ইনচার্জ সৈয়দ আনিসুর জানান, এ ঘটনায় থানায় অভিযোগ নিয়ে কেউ আসেনি। তবে ঘটনার কথা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে সেলিনা বেগম জানান, থানা অভিযোগ না নেওয়ায় তারা আদালতে যাচ্ছেন।