সাফল্যের পথ ধরে ২২ বছর পূর্ণ করলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

No Image Available
  • আপডেট টাইম : May 03 2025, 11:00
  • 7 বার পঠিত
সাফল্যের পথ ধরে ২২ বছর পূর্ণ করলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি

দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি সাফল্যের পথ ধরে ২২ বছর পূর্ণ করেছে।
শনিবার (৩ মে/২০ বৈশাখ) প্রতিষ্ঠানটি ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।
এ উপলক্ষে বিশ্ববিদ্যালেয়ের চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৩ সালের ৩ মে প্রতিষ্ঠিত হয় এ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠাতা ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর নেতৃত্বে একঝাঁক নিবেদিতপ্রাণ মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি সাফল্যের পথ ধরে এগিয়ে সিলেট বিভাগের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় ও দেশের ১৮তম প্রতিষ্ঠান হিসেবে গত বছরের ৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে স্থায়ী সনদ লাভ করে।
সিলেট মহানগরীর বটেশ্বরে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বৃহৎ নিজস্ব ক্যাম্পাস, উন্নতমানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার ও শিক্ষা সহায়ক কার্যক্রম সহ প্রয়োজনীয় সকল আয়োজন রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন ও অ্যাগোডার মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কাজ করছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী এক শুভেচ্ছাবার্তায় বলেছেন, ‘গৌরবময় যাত্রায় ২২ বছর পূর্তি আমাদের জন্য এক মহার্ঘ্য মুহূর্ত; গবেষণা, জ্ঞান ও নৈতিকতার পথে অগ্রযাত্রার প্রতীক। সিলেট তথা বাংলাদেশের উচ্চশিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটি যাত্রা শুরু করেছিল। এই লক্ষ্য বাস্তবায়নে দৃঢ়তার সাথে এগিয়ে চলেছে প্রতিষ্ঠানটি। গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান তো বটেই, গুণী মানুষ গড়ে তোলার প্রতিও সমান গুরুত্ব দিচ্ছে এই বিশ্ববিদ্যালয়। মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা দুনিয়াজুড়ে গুগল, অ্যামাজন সহ বিখ্যাত সব প্রতিষ্ঠানে কাজ করছেন, বিশ্ব দরবারে সম্মানিত করছেন বাংলাদেশকে।’
তারা প্রতিষ্ঠানটির আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ করেছেন।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর