শাল্লায় বেড়িবাঁধ নির্মাণ কাজের গতি বৃদ্ধি করতে নির্দেশ দিলেন অতিরিক্ত সচিব

No Image Available
  • আপডেট টাইম : May 03 2025, 16:23
  • 50 বার পঠিত
শাল্লায় বেড়িবাঁধ নির্মাণ কাজের গতি বৃদ্ধি করতে নির্দেশ দিলেন অতিরিক্ত সচিব

শাল্লা প্রতিনিধি : পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) আব্দুল লতিফ মোল্লা সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বেড়িবাঁধ নির্মাণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।
শনিবার (৩ মে/২০ বৈশাখ) উপজেলা সদরে দাড়াইন নদীর ডান তীরে চলমান ফ্রিএ্যাপ (বেড়িবাঁধ নির্মাণ) প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।
অতিরিক্ত সচিব পানি উন্নয়ন বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রকল্প দ্রুত বাস্তবায়নে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শ্রমিক সংখ্যা বৃদ্ধির তাগিদ দেন।
পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দাড়াইন নদীতে ফ্রিএ্যাপ প্রকল্পের আওতায় শাল্লা সেতু থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত ৫৩ কোটি টাকা ব্যয়ে ৩টি প্যাকেজে নোনা ট্রেডার্স ও নিয়াজ ট্রেডার্সের মাধ্যমে নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
এ কাজ সম্পন্ন হলে ছায়ার হাওর এলাকায় প্রতিবছর আগাম বন্যায় বাঁধ ভেঙে বোরো ধান তলিয়ে যাওয়ার যে আশংকা থাকে তা থেকে কৃষকরা অনেকটাই মুক্ত হবেন।
একই সূত্র আরও জানায়, হাওর এলাকায় এরকম প্রকল্প আরও নেওয়া হলে জীবনমানের উন্নয়ন হবে।
এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের সিলেট পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কাইছার আলম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মো. শাহজাহান, শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. রিপন আলী এবং প্রকল্প বাস্তবায়নকারী নোনা ট্রেডার্স ও নিয়াজ ট্রেডার্সের তত্ত্বাবধায়নকারী ভজন তালুকদার।

এই ক্যাটাগরীর আরো খবর