যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন নবীগঞ্জের বড়োবাড়ির ফয়ছল চৌধুরী

No Image Available
  • আপডেট টাইম : May 03 2025, 12:11
  • 12 বার পঠিত
যুক্তরাজ্যে কাউন্সিলর নির্বাচিত হলেন নবীগঞ্জের বড়োবাড়ির ফয়ছল চৌধুরী

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে নটিংহ্যামশায়ারের ম্যানসফিল্ড সাউথ ওয়ার্ডে কাউন্সিলর পদে রিফর্ম ইউকে পার্টি থেকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার চরগাঁও বড়োবাড়ির সন্তান ফয়ছল চৌধুরী বিজয়ী হয়েছেন।
তিনি মোট ২ হাজার ২৭ ভোট পেয়ে জয়লাভ করেন। পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী স্টিভ গার্নারকে। আসনটি স্টিভ গার্নারের দখলে ছিল।
শুক্রবার (২ মে) বাংলাদেশ সময় রাত ৮টা ৫০ মিনিটে নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।
ফয়ছল চৌধুরীর এ জয় রিফর্ম ইউকে পার্টির জন্য একটি বড়ো অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ দলটি সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে জনসমর্থনের ধারায় শক্তিশালী হয়ে উঠছে।
রিফর্ম ইউকে পার্টি একটি ব্রেক্সিট-পরবর্তী রাজনৈতিক দল, যা অভিবাসন, আইনশৃঙ্খলা এবং কর হ্রাস সহ নানা ইস্যুতে জনমত গড়ে তুলছে।
আব্দুল মতিন ওরফে ছুবা মিয়া চৌধুরীর ছেলে ফয়ছল চৌধুরী দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে জীবনযাপন করলেও শিকড়ের টান ভুলে যাননি।
বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় ফয়ছল চৌধুরী বলেন, ‘এই জয় শুধু আমার নয়, এই জয় আমার কমিউনিটির সকল মানুষের। আমি কথা দিচ্ছি, মানুষের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।’

এই ক্যাটাগরীর আরো খবর