বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) প্রায় এককোটি টাকা মূল্যের ৯০টি ভারতীয় গরু আটক করেছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহরের বিজিবি ক্যাম্পের পাশেই আব্দুজ জহুর সেতুর নিচে সুরমা নদীতে নৌকা বোঝাই গরুর চালানটি আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া মোস্তাফা সাংবাদিকদের জানান, চোরাকারবারিরা জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার থেকে ইজ্ঞিন চালিত নৌকাযোগে গরুগুলো সুনামগঞ্জে নিয়ে আসছিল।
তিনি জানান, গরুর চালানটি আটক করে নিয়মিত মামলা দিয়ে শুল্ক কার্যালয়ে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল জানান, বিষয়টি জানার পর ভ্যাম্যমাণ আদালত পরিচালনা করে সবগুলো গরু জব্দ করা হয়েছে।