বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : মহান মে দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আলোচনা সভা ও বণার্ঢ্য শোভাযাত্রার আয়োজন করে।
বৃহস্পতিবার (১ মে/১৮ বৈশাখ) সকালে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস টার্মিনালে গিয়ে শেষ হয়।
পরে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা মটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন আনু, জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক শ্রমিক ইউনিয়নের সহসভাপতি শাহ হাবিবুর রহমান জিতু, সহসাধারণ সম্পাদক শাহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলাল মিয়া, প্রচার সম্পাদক ওয়াহিদুর রহমান অলি, কোষাধ্যক্ষ আহমেদ চৌধুরী ছায়েদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আছাব উদ্দিন, শ্রম ও কল্যাণ সম্পাদক আব্দুল আউয়াল, কার্যকরী সদস্য ফরিদ মিয়া, আব্দুল ওয়াহিদ ইকবাল, সেলিম আহমেদ, কাউছার আহমেদ, গোলাপ মিয়া, নূরুল আমিন লালন, মোছাব্বির মিয়া, আবিদুর রহমান আবিদ ও মোহাম্মদ আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা শাহাব উদ্দিন আহমেদ ও সামছু মিয়া সহ বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, পৌর বাস টার্মিনাল মসজিদের ইমাম আব্দুর রহমান সেলিম।