দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার উদ্গল হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ মে/১৮ বৈশাখ) দুপুর দেড়টার দিকে তারা এক সঙ্গে ট্রলিগাড়ি নিয়ে হাওর থেকে ধান আনতে গিয়ে বজ্রপাতে আহত হন।।
আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মনি রানী দাস উপজেলার গোপালপুর গ্রামের রনধীর দাসের ছেলে রিংকু দাসকে (৩০) মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন, একই গ্রামের অনন্ত দাসের ছেলে রাকেশ দাস ও সাবেক ইউপি মেম্বার ননী দাসের ছেলে কালিপদ দাস।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে।