জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় কথিত ফেসবুক সাংবাদিক এটিএম ফয়ছল আহমদের (৪৩) ৬ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল/১৭ বৈশাখ) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন চাঞ্চল্যকর এ রায় দেন।
প্রায় ৭ বছরে বিচারকার্য শেষে রায় ঘোষিত হলো। সংশ্লিষ্ট আদালতের পেশকার মোহাম্মদ সেলিম রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল করিম উরফে মেনাই মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর জকিগঞ্জ বাজারে অবস্থিত শরীফ ট্রেডার্সের ম্যানেজার উপজেলার দরগাবাহারপুর গ্রামের মাওলানা মুহিউদ্দিন মহসিনের মরদেহ তার নিজের ঘরের তীরের সাথে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুরের মৃত আব্দুল লতিফের ছেলে মো. আবুল হারিছ শরীফকে সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ।
এ ব্যাপারে আবুল হারিছ শরীফ যে মামলা দায়ের করেন তাতে উল্লেখ করা হয়, এটিএম ফয়ছল আহমদ টাকা না দিলে তাকে জড়িয়ে মাওলানা মুহিউদ্দিন মহসিনের মৃত্যুকে হত্যাকাণ্ডে রূপান্তরে হুমকি দেন।
মামলার এ রায়ে বাদি আদালতের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
তার বিরুদ্ধে নানা সময়ে নানা পরিচয়ে মানুষকে বিপাকে ফেলে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায়ের একাধিক অভিযোগও রয়েছে।