বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শোভাযাত্রা

No Image Available
  • আপডেট টাইম : April 29 2025, 10:27
  • 23 বার পঠিত
বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শোভাযাত্রা

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় মঙ্গলবার (২৯ এপ্রিল/১৬ বৈশাখ) সকালে মহানগরীতে শোভাযাত্রা বের করা হয়।
এর উদ্বোধন করেন, সিলেট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার। নগর ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি জিন্দাবাজার ঘুরে পুনরায় নগরভবন প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল এন্ড বিহেভিয়র চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আযম, সিসিকের উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না ও বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।–সংবাদ বিজ্ঞপ্তি

এই ক্যাটাগরীর আরো খবর