বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চায়।
মঙ্গলবার (২৯ এপ্রিল/১৬ বৈশাখ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে অমুসলিমদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জামায়াতে ইসলামী নির্বাচন চায়। এই সময়ের মধ্যে উপযুক্ত মাস হচ্ছে ডিসেম্বর ও এপ্রিল। এর পরে গেলে দেশে নির্বাচনের পরিবেশ থাকবে না। ঝড়-বৃষ্টি জনিত প্রতিকূল আবহাওয়ার মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। কিছু সংস্কারের বিষয় আছে। এ কারণে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ‘ফিফটি ফিফটি’।
অমুসলিমদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আগামীতে কোন জালেম যদি আপনাদের ওপর জুলুম করে তাহলে আপনারা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন, আমাদেরকেও সাথে রাখবেন। আমরা চাইনা জুলুমের শিকার হয়ে কেউ ধুকে ধুকে কষ্ট পাক। তার প্রিয় জন্মস্থান ছেড়ে অন্যত্র চলে যাক।’
কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের সিলেট মহানগর আমীর মো. ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান সেক্রেটারি মো. ইয়ামীর আলী,কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুণাভ দে, সাধারণ সম্পাদক অজয় দাশ, সদস্য অশোক ধর, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্যপ্রদীপ ভট্টাচার্য্য ও পূজা উদযাপন পরিষদ কুলাউড়া পৌরসভার আহবায়ক বিচিত্র দে।
ডা. শফিকুর রহমান এর আগে দলের গণসংযোগ উপলক্ষে সকালে কুলাউড়ার ভুকশীমইল ইউনিয়নে সহযোগী সদস্য ফরম বিতরণ করেন। পরে সেখানে পথসভায়ও বক্তব্য রাখেন।
এসময় তিনি আশাবাদ ব্যক্ত করেন, এলাকার মানুষ চাইলে তিনি কুলাউড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।