দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় মদ ও নগদ অর্থ সহ পিতা-পুত্র গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : April 29 2025, 16:19
  • 76 বার পঠিত
দিরাইয়ে যৌথ বাহিনীর অভিযানে ভারতীয় মদ ও নগদ অর্থ সহ পিতা-পুত্র গ্রেফতার

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২৩ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল/১৬ বৈশাখ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ভোর পৌণে ৬টায় শ্যামারচর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরনাচর ইউনিয়নের শ্যামারচর গ্রামের ফুল মিয়া (৫০) ও তার ছেলে আকিল হোসেন (২০)।
অভিযানকালে তাদের নিকট থেকে সেনাবাহিনী ও পুলিশ মদ বিক্রির নগদ ২৯ হাজার ৪৬০ টাকা উদ্ধার করে। পরে দুজনকে দিরাই থানায় সোপর্দ করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পিতাপুত্র মিলে দীর্ঘ দিন ধরে এলাকায় মাদকের রমরমা ব্যবসা করছিলো।
গ্রেফতার ও মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর