নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে আকাশ পথে সরাসরি বহির্বিশ্বে পণ্য রফতানি শুরু হলো।
রবিবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি পণ্যবাহী (কার্গো) উড়োজাহাজ ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৬৬ টন তৈরি পোশাক নিয়ে স্পেনের উদ্দেশ্যে আকাশে ডানা মেলে। বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন ফ্লাইটটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সভাপতিত্ব করেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন, মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান। স্বাগত বক্তব্য রাখেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম, বিএনপির মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক সালেহ আহমদ খসরু, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা জিয়াউর রহমান চৌধুরী ও এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ।
প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ব্যবসায়ীরা এখন অনেক কম খরচে দেশ থেকে বিদেশে পণ্য পাঠাতে পারবেন।
বিশেষ অতিথি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, সিলেটবাসীর দীর্ঘদিনের একটি দাবি পূরণ হলো।