সিলেট মহানগর পুলিশ-এসএমপির বিমানবন্দর থানার অভিযানে প্রায় সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি আটক হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দর থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নি) মো মাসুদ মিয়া ও এএসআই (নি) আতাউর রহমান ফোর্স সহ কোম্পানীগঞ্জ-সিলেট সড়কে বড়শালা বাইপাসের সামনে একটি ট্রাককে থামার নির্দেশ দিলে চালক তা অমান্য করে দ্রুত গতিতে ছুটে গিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটক দিয়ে মালনীছড়া চা বাগানের ভিতরে প্রবেশ করে। পরে কাঁচা রাস্তার উপর ট্রাকটি ফেলে ২/৩ জন সঙ্গী সহ পালিয়ে যায়।
পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ত্রিপল দিয়ে মোড়ানো ১২৫ বস্তা অবৈধ ভারতীয় চিনি উদ্ধার করে।
উদ্ধারকৃত ৬ হাজার ১২৫ কেজি চিনির আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৩৫ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে।–তথ্য বিবরণী