শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল/১৫ বৈশাখ) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আটগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
শাল্লা সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র রিমন তালুকদার আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের জাহেদ তালুকদারের ছেলে ও শাল্লা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের ভাতিজা।
এলাকার লোকজন জানান, রিমন তালুকদার সকালে বাড়ির পাশে কালিকোটা হাওরে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। বজ্রপাতে একটি গরুও পুড়ে গেছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।