নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির শাহপরাণ (র) থানা পুলিশের অভিযানে মানবপাচার মামলার দুই আসামিকে গ্রেফতার হয়েছে।
এসএমপির এক তথ্য বিবরণীতে জানানো হয়, গত ৮ এপ্রিল শাহপরাণ (র) গেট হতে ১৬ বছর বয়েসী দুই কিশোরীকে ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে কিশোরীদেরকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।
পরবর্তী সময়ে কিশোরীরা সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
এদিকে এ ঘটনায় এক কিশোরীর মা বাদি হয়ে ২৮ এপিল শাহপরাণ (র) থানায় একটি মামলা (নং-২৩, ধারা-৭/১০/১১ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২) দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক শাহপরাণ (র) থানা পুলিশ অভিযান পরিচালনা করে এ দিনই ভোর সাড়ে ৪টায় পীরেরবাজার টিকেরপাড়া এলাকা হতে মামলার প্রধান আসামি শাহনাজ ও মুরাদ আহমেদ রাজুকে গ্রেফতার করে।