বিচার পাওয়া সাংবিধানিক অধিকার || অসমর্থ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে

No Image Available
  • আপডেট টাইম : April 28 2025, 14:30
  • 0 বার পঠিত
বিচার পাওয়া সাংবিধানিক অধিকার || অসমর্থ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে

সিলেটের জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসান বলেছেন, বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। অনেক ক্ষেত্রে অর্থনৈতিক বৈষম্য সহ নানা জটিলতার কারণে সাধারণ মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন। অসমর্থ মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
সোমবার (আজ ২৮ এপ্রিল/১৫ বৈশাখ) সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষেেএক আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে আইনগত সহায়তা প্রদান আইন প্রণয়ন করা হয় উল্লেখ করে বলেন, ‘আইনগত সহায়তা দেওয়া শুধু পেশাগত দায়িত্ব নয়। ধর্মীয়, মানবিকতা ও নৈতিকতার জায়গা থেকে এটা আমাদের দায়।’
তিনি এ দায়-দায়িত্ব যথাযথভাবে পালন করতে জেলা প্যানেল আইনজীবীদের প্রতি আহ্বান করেন।
মাহমুদুল হাসান সিলেটের জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে পল্লবী রায় পুরো বাংলাদেশের শ্রেষ্ঠ আইনজীবী নির্বাচিত হওয়ায় জাতীয় আইনগত সহায়তা সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, প্যানেল আইনজীবীদের এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সভায় আরো বক্তৃতা করেন এইড ও শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, বিভাগীয় বিশেষ জজ শাহাদৎ হোসেন প্রামাণিক, চীফ জুডিসিয়ল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াছ, চীফ মেট্টোপলিট্রন ম্যাজিস্ট্রেট মো. আবু ওবায়দা, মহানগর দায়রা জজ রাজীব কুমার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. রফিকুল ইসলাম।
জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উপলক্ষে একটি শোভাযাত্রাও বের করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিলো ‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই/লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’-পিআইডি সিলেট

এই ক্যাটাগরীর আরো খবর