জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

No Image Available
  • আপডেট টাইম : April 28 2025, 15:31
  • 0 বার পঠিত
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই/লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল/১৫ বৈশাখ) সকালে জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের উদ্যোগে জেলা লিগ্যাল এইড কমিটি সুনামগঞ্জের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াছ মিয়া, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ,অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন বলেন, বিচার বিভাগ হচ্ছে সমাজের ধনী গরীব সবার জন্য সমান; কিন্তু লিগ্যাল এইড হচ্ছে সমাজে যারা অসহায়, অসচ্ছল ও গরীব মানুষ তাদেরকে সরকারের সহায়তায় বিনা টাকায় আইনি সহায়তা প্রদান। পাশাপাশি দুটি পক্ষের মধ্যে বিরোধ থাকলে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আপসে নিস্পত্তির সুযোগও রয়েছে।
পরে সেরা প্যানেল আইনজীবী হিসেবে নাজনীন বেগম ও মো. হানিফ সোলেমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর